স্টাফ রিপোর্টার ॥ শ্রম আদালতের রায় বাস্তবায়নের দাবিতে মাধবপুরের নয়াপাড়া চা বাগানে সিলেট বিভাগের ৭ ভ্যালির চা শ্রমিক নেতৃবৃন্দ মানববন্ধন ও সমাবেশ করেছে। রোববার সকালে নাট মন্দির প্রাঙ্গণে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শত শত শ্রমিক অংশগ্রহন করেন। মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৭৭) সম্পর্কিত চট্টগ্রাম দ্বিতীয় শ্রম আদালতের রায় অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল শিং বারাইক, অর্থ সম্পাদক সিতারাম অলুমিক, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার বুনার্জি, সুজন মুন্ডা, শ্রমিক নেতা নিহার রঞ্জন পাত্র, কমেট নায়েক, ইউপি সদস্য দুলাল ঘোষ, দিলিপ কুমার কৈরি, সুশিল রঞ্জন নায়েক প্রমুখ। মানববন্ধন শেষে সমাবেশে সিলেট বিভাগের ৪ জেলার ৭ ভ্যালির চা শ্রমিক নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালি উপজেলার বেলগাঁও চা বাগানের চান্দপুরের শ্রমিক মোঃ আবুল হোসেন চট্টগ্রামের চেয়ারম্যান কার্য্যালয় দ্বিতীয় শ্রম আদালতে একটি মামলা করেন। মামলায় তিনি ২০০৮ সালের ২ নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, ফলাফল ও ওই বছরের ২৪ নভেম্বর গঠিত এডহক কমিটি এবং ২০১২ সালের ২৩ অক্টোবর গঠিত ৩২ সদস্যের কমিটি বেআইনি ও অকার্যকর করার দাবি জানান। এর প্রেক্ষিতে শ্রম আদালতের বিচারক ওই বছরের ৩০ জানুয়ারি দাবি মঞ্জুর করে রায় ঘোষণা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com