স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের আউটডোরে ফ্যান না থাকায় রোগী ও তাদের স্বজনরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। প্রচন্ড গরম সহ্য করে সেখানে তাদের দিন রাত কাটাতে হচ্ছে। গতকাল রাতে সরেজমিনে হাসপাতালের নবজাতক পরিচর্যা কেন্দ্র স্ক্যানু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে অনেক শিশুকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিন্তু এর বাহিরে শিশুদের স্বজনরা কেউ বসে আছেন আবার কেউ ঘুমিয়ে রয়েছেন। কিন্তু সেখানে বৈদ্যুতিক ফ্যানের ব্যবস্থা না থাকায় তারা গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন। হাসপাতালের আউটডোরে ফ্যানের ব্যবস্থা করে দেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগিরা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com