আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। সকাল সাড়ে ৯টায় সোসাইটির কার্যালয়ে সোসাইটির সভাপতি ফজলুর রহমান এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য নিশিকান্ত দেব, ফিন্যান্স সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ রব, সদস্য সৈয়দ শামছুদ্দিন, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোশতাক আহমেদ, সহ-সভাপতি শেখ বদর উদ্দিন, সদস্য সাজিদ আলী প্রমূখ। সভায় বক্তাগণ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন ও আত্মার মাগফেরাত কামনা করেন। সভায় ভাষা শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন ও মূল্যায়ন করার দাবি করা হয়। শহীদ পরিবারের সদস্যগণের প্রতি সরকারের নজর এনে বিশেষ সুবিধা প্রদানের জোর দাবি করা হয়। এছাড়া ’৫২ এর ভাষা আন্দোলনে শহীদদের আত্মাহুতির স্থানটিকে বিশেষ ব্যবস্থাপনায় সুদৃশ্যকরণসহ সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি