লাখাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এমপি আবু জাহির
করাব থেকে বলভদ্র ব্রিজ পর্যন্ত অবৈধ স্থাপনা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান আরও জোরদার করার তাগিদ

সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে লাখাই উপজেলার প্রার্থীরা ইতোমধ্যেই তৎপর হয়ে উঠেছেন। নির্বাচন মানেই প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এক প্রার্থীর সাথে যেন অন্য প্রার্থীর লোকজনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সুষ্ঠু নির্বাচন উপহার দিতে তিনি উপজেলা ও পুলিশ প্রশাসনসহ জনপ্রতিনিধিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন। এছাড়াও হাওরাঞ্চলে মাদক এবং জুয়াড়িদের উৎপাত যেন না বাড়ে সে ব্যাপারেও প্রশাসনকে যতœশীল থাকার আহবান জানান তিনি। এছাড়া তিনি লাখাই উপজেলার করাব থেকে বলভদ্র ব্রিজ পর্যন্ত রাস্তার পাশে অবৈধ স্থাপনা ও অবৈধ দখল উচ্ছেদ অভিযান আরও জোরদার করার তাগিদ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লাখাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আবদুল কাদের, বুল্লা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোক্তার হোসেন বেনু, করাব ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, বামৈ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন, লাখাই ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইয়ুব রেজা ইমরান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, আব্দুল কদ্দুস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য।