লক্ষ্মীবাউর জলাবনটি সৈদ্যারটুলা ছান্দের নিজস্ব সম্পত্তি ॥ ছান্দের জনগণের অর্থায়নে এই জলাবনকে বিশ্বের কাছে আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে

আক্তার হোসেন আলহাদী ॥ বানিয়াচং উপজেলার সৈদ্যারটুলা ছান্দের অন্তর্গত আবু ইউছুফ খান ওয়াকফ এস্টেটের মালিকানাধীন লক্ষ্মীবাউর জলাবনের প্রবেশমুখে গেইট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৩টায় লক্ষ্মীবাউর (খড়তির জঙ্গল) এর প্রবেশ মুখে এ গেইট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৈদ্যারটুলা ছান্দের সর্দার ও ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী এনামুল হোসেন খান বাহার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছিদ্দিকুর রহমান। তেলাওয়াত শেষে মিলাদ ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সৈদ্যারটুলা মহল্লার সর্দার তালেবুর রহমান খান, দোকান টুলা মহল্লার সর্দার মোঃ বাচ্চু মিয়া, তোপখানা মহল্লার আল-ফাহদী মিনু, আসাদুর রহমান খান, এসএম ছাদ উদ্দিন, আশরাফ হোসেন খান শান্ত, মোঃ আলিফ মিয়া, শেখ তখলিছুর রহমান, মোঃ হাফিজ মিয়া, মোঃ সবর আলী, আলি মাম্মদ, আজিমুল হক স্বপন, এসএম মহিবুর রহমান, এসএম জহিরুল ইসলাম, শেখ জওহর হোসেন ফাহদী, মুতালিম মিয়া, আফরুজ মিয়া প্রমুখ।
এসময় ছান্দ সর্দার ও ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লি এনামুল হোসেন খান বাহার বলেন, শত বছর ধরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের এই জলাবন। লক্ষ্মীবাউর জঙ্গলটি আমাদের ছান্দের নিজস্ব সম্পত্তি। আমাদের পূর্ব পুরুষগণ রেখে গেছেন, আমরা এই জলাবনকে সুন্দর এবং আধুনিক পর্যটন স্পট হিসাবে গড়ে তুলতে সব রকম প্রয়োজনীয় চেষ্টা চালিয়ে যাব। বানিয়াচংয়ে অবস্থিত লক্ষ্মীবাউর সোয়াম ফরেস্টখ্যাত খড়তির জঙ্গলকে সৈদ্যারটুলা ছান্দের জনগণের নিজস্ব অর্থায়নে বিশ্বের কাছে আধুনিক পর্যটন কেন্দ্র হিসাবে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব।’