স্টাফ রিপোর্টার ॥ আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ ব্রাঞ্চের ৮ম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে হবিগঞ্জ শহরের উমেদনগরে বানিয়াচং রোডের বদর জাহান কমপ্লেক্সে এ শাখার উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন বদর জাহান কমপ্লেক্স এর স্বত্ত্বাধিকারী প্রাক্তন ব্যাংকার শেখ মোঃ বদর উদ্দিন। হবিগঞ্জ ব্রাঞ্চের ম্যানেজার জাহিদুল হকের সভাপতিত্বে এবং শায়েস্তাঞ্জ উপ-শাখার সিনিয়র ব্রাঞ্চ ইনচার্জ আকবর হোসেন মুন্নার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ব্রাঞ্চের ম্যানেজার মোঃ আব্দুল কাইয়ূম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাক্তন ব্যাংকার শেখ মোঃ বদর উদ্দিন, ব্যাংক কর্মকর্তা আতাউল হক, ব্যবসায়ী মোঃ আজিজুল হক, এমএ আউয়াল, মোঃ মুখলেছুর রহমান, মুহিবুর রহমান, সফর আলী প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় ব্যাংক কর্মকর্তা মোঃ আব্দুল কাইয়ূম চৌধুরী ব্যাংকের সেবাসমূহ তুলে ধরেন এবং ব্যাংকে গ্রাহক সুবিধার কথা নিশ্চিত করে নতুন গ্রাহক হওয়ার জন্য ব্যবসায়ীসহ সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্যাংক কর্মকর্তা মিনহাজুর রহমান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মুফতি কামাল উদ্দিন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com