মহান শহীদ দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় লাখাইয়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড
সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায় লাখাইয়ে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে দেড় হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। একুশে ফেব্রুয়ারি লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং বুল্লা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই অর্থদন্ড করেন। অভিযানকালে তিনি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি ও বিপননের দায়ে শাহজালাল বেকারিকে ১০ হাজার টাকা অর্থদন্ড করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন লাখাই থানার এসআই আবুল বাসারের নেতৃত্বে একদল পুলিশ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং বলেন- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পতাকা উত্তোলন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ অভিযান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com