পাঠক সমাবেশে জেলা প্রশাসক কামরুল হাসান
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান শিশু কিশোরদের পাঠাগারমুখী করে গড়ে তুলে সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হবিগঞ্জ পৌর সাধারণ পাঠাগার একটি প্রাচীন ও সমৃদ্ধ পাঠাগার। এখানে অনেক দুর্লভ বই রয়েছে। যা ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জন ও গবেষণাকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রবিবার বিকেলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত পাঠক সমাবেশে সভাপতির বক্তৃতাকালে তিনি এ কথাগুলো বলেন।
পৌর সাধারণ পাঠাগারের নবনির্বাচিত অবৈতনিক সচিব অ্যাডভোকেট রুহুল হাসান শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, বৃন্দাবন কলেজের অধ্যক্ষ দেওয়ান জামাল উদ্দিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিজেন ব্যনার্জী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন ইকবাল, প্রভাষক গৌতম সরকার।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com