স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে গাঁজাসহ আল আমিন (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার দিবাগত রাতে ডিবি পুলিশের এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ স্টেশন এলাকা থেকে আল আমিনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বরকাপন উজিরপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র। পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, শায়েস্তাগঞ্জ নিজগাঁও এলাকার মাদক ব্যবসায়ী আলফু মিয়ার বাড়িতে মাদক নিয়ে এসেছিল। সে আরও জানায়, আলফু মিয়াও একজন মাদক ব্যবসায়ী। এ ব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আল আমিনকে কারাগারে প্রেরণ করা হয়।