স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের মিরপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণ করছে স্থানীয় প্রভাবশালী কতিপয় ব্যক্তি। বিষয়টি নিয়ে দাঙ্গা-হাঙ্গামাসহ অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, মিরপুর ইউনিয়নের স্বর্ণরেখ গ্রামের হাজী মোঃ আমির আলীর পুত্র মোঃ গোলাম মোস্তফার সাথে একখন্ড ভূমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে একই গ্রামের মৃত আব্দুল গণির পুত্র মোঃ ধন মিয়া গংদের। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও কোন সুরাহা হয়নি। একপর্যায়ে উপায়ন্তর না দেখে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (দরখাস্ত মামলা নং-৭৭২/২০, বাহুবল) দায়ের করেন গোলাম মোস্তফা।
মামলায় ধন মিয়াসহ তার পুত্র মারুফ আহমেদ আল আমিন, ইব্রাহীম খলিল ও ফয়সল আহমেদকে বিবাদীভূক্ত করা হয়। পরে শান্তি-শৃংখলা বজায় রাখাসহ বিরোধীয় ভূমির শ্রেণী পরিবর্তন না করার আদেশ দেন আদালত। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে বিরোধীয় ভূমিতে স্থাপনা নির্মাণ শুরু করে আসামীগণ। খবর পেয়ে গত সোমবার বিকেলে বাহুবল মডেল থানার এস.আই আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আসামীপক্ষের লোকজন পুলিশকে জানায়, প্রশাসনের মৌখিক নির্দেশে স্থাপনা নির্মাণ করছেন তারা। এস.আই আব্দুল মান্নান তখন ২৪ ঘন্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার লিখিত আদেশ নিয়ে আসাসহ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
মামলার বাদী গোলাম মোস্তফা অভিযোগ করেন, আদালত ও পুলিশ প্রশাসনের নির্দেশ অমান্য করে নির্মাণ কাজ অব্যাহত রাখাসহ মন্ত্রী-এমপি’র নাম ভাঙ্গিয়ে দম্ভোক্তি করে ভয়-ভীতি প্রদর্শন করছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com