সিলেট বিভাগীয় শ্রম আদালতের প্রতিনিধি মনোনীত হয়েছেন হবিগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ সজিব আলী। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২১৪(৭) এ প্রদত্ত ক্ষমতা বলে এতদসংক্রান্ত বিদ্যমান সকল প্রজ্ঞাপন বাতিলক্রমে রাষ্ট্রপতির আদেশক্রমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মহিদুর রহমান এই প্রজ্ঞাপন জারি করেন। শ্রম আদালতের বিচার কার্য-পরিচালনার জন্য সিলেট শ্রম আদালতের শ্রমিক ও মালিক প্রতিনিধি নির্বাচিত করা হয়। এই প্রজ্ঞাপনে হবিগঞ্জ জেলা থেকে প্রখ্যাত শ্রমিক নেতা সজিব আলীকে সদস্য মনোনীত করা হয়। এ তথ্য নিশ্চিত করেন শ্রমিক নেতা মোঃ সজিব আলী। তাকে প্রতিনিধি নির্বাচিত করায় তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com