শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলনে ডাঃ জাহিদ হোসেন
স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়াকে আগে কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। এখন গৃহবন্দি করে রাখা হয়েছে। তাকে বন্দি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। তাকে শর্তহীন মুক্তি দিতে হবে। পরিবারের চাহিদা অনুযায়ী তাকে প্রয়োজনে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে।
গতকাল মঙ্গলবার শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।
ডা. এ জেড এম জাহিদ বলেন- আওয়ামীলীগ বাংলাদেশকে বহির্বিশ্বে কলঙ্কিত করেছে। বাংলাদেশকে নিয়ে আল জাজিরায় যা প্রচার হয়েছে তা আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু চাপাবাজি করে ষড়যন্ত্র হচ্ছে বললেই এর দায় এড়ানো যাবে না। সরকারকে তথ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে হবে আল জাজিরায় যা প্রচার হয়েছে তা মিথ্যা। অন্যথায় জাতির কাঠগড়ায় একদিন আওয়ামীলীগকে দাঁড়াতে হবে।
সম্মেলনের উদ্বোধক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন বলেন- বাংলাদেশের মানুষ একটি কঠিন সময় পার করছে। বাংলাদেশে ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, চলছে ঘরে ঘরে লুট। ধর্ষণ করা হচ্ছে মা-বোনদের। শুধু জীবিতকে না, মৃত নারীদেরকেও ধর্ষণ করা হচ্ছে, এমন একটি দেশে আমরা বসবাস করছি। বিএনপি নেতা এম ইলিয়াছ আলীসহ ৩ শতাধিক বিএনপি নেতাকর্মীকে গুম করা হয়েছে। ৪০ লাখেরও বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। যে দেশে নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে, সেই দেশে আমরা বসবাস করছি। তিনি দলীয় নেতাকর্মীকে আন্দোলনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানান।
সম্মেলনের প্রধান বক্তা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ফয়সালা রাজপথেই করতে হবে। এ জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে, নির্দেশ আসলেই সকলকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।
সম্মেলনের বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন মিলন বলেন- জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ গৃহবন্দি, দেশ নায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না। ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশ নায়ক তারেক রহমানের প্রত্যবর্তন নিশ্চিত করেই বিএনপি ঘরে ফিরবে।
শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ছলিম উল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলালের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তৃতা করেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, অ্যাডভোকেট মো. এনামুল হক সেলিম, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল, জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, স্থানীয় বিএনপি নেতা আব্দুল কাইয়ুম ফারুক, আরব আলী, ফজলুল করিম, আবু তাহের, আব্বাস উদ্দিন তালুকদার, উস্তার খান, আব্দুল আজিজ ফরহাদ, আব্দুস শহিদ মেম্বার, নিজামুল ইসলাম বেলাল, সাইফুল ইসলাম, মিজান উদ্দিন আহমেদ মোহন, সারোয়ার আলম, রাকিবুল হোসেন সান্টু, মিজানুর রহমান সুমন, হাসানুর রহমান ইনু প্রমুখ।
সম্মেলন শেষে ৫ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা দেয়া হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল সভাপতি, ফজলুল করিম সহ সভাপতি, আবু তাহের সাধারণ সম্পাদক, আব্দুল কাইয়ুম ফারুক যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্বাস উদ্দিন সাংগঠনিক সম্পাদক।