স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামে পূর্বের বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন আব্দুস সাত্তার মিয়া নামে এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে বড়কান্দি গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুস সাত্তার মিয়া গংদের সাথে একই গ্রামের বাসিন্দা আরজ আলী, ইউপি সদস্য আলফু মিয়া গংদের সেচ প্রকল্প নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে ২ জানুয়ারি উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুস ছাত্তারের পক্ষের লোকজন আহত হয়। এ ঘটনায় ছাত্তার গং মামলা দায়ের করলে পুলিশ আনফরসহ কয়েকজনকে গ্রেফতার করে। সম্প্রতি আনফর মিয়া জামিনে মুক্ত হয়। গতকাল রাত ৮টার দিকে ছাত্তার মিয়াকে একা পেয়ে আনফর ও তার লোকজন ছাত্তারের উপর হামলা চালায়। এ সময় তারা ছাত্তারকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তার স্বজনরা তাকে উদ্ধার হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্মরত চিকিৎসক। এ দিকে এ ঘটনার খবর পেয়ে মক্রমপুর ইউনিয়নের চেয়ারম্যান আহাদ মিয়া হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসার খোঁজখবর নেন।