হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির দলীয় মেয়র প্রার্থী অ্যাডভোকেট এনামুল হক সেলিম দিনভর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন। দুপুরে তিনি শহরের শায়েস্তানগর, পুরাতন বাসস্ট্যান্ড, হকার মার্কেটসহ আশপাশের এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি গণতন্ত্র পুণরুদ্ধার ও দেশবাসীকে রক্ষায় ধানের শীষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তিনি আগামী ২৮ ফেব্রুয়ারি হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষে ভোট চান। অনেক ভোটার এনামুল হক সেলিমের মাথায় হাত বুলিয়ে ভোট দেয়ার প্রতিশ্রতি দেন। গণসংযোগকালে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com