স্টাফ রিপোর্টার ॥ নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিবির নেতা শেখ সারোয়ার হোসেন (২২) কে গ্রেফতার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। গত শনিবার দিবাগত গভীর রাতে সদর থানার ওসির নির্দেশে এসআই শেখ নাজমুল হকসহ একদল পুলিশ শহরের শায়েস্তানগর এলাকায় তার ভাড়া বাসা থেকে তাকে আটক করে। সে মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের শেখ নজরুল হোসেনের পুত্র। পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
জানা যায়, পৌরসভার ছাত্র শিবিরের সেক্রেটারী সারোয়ার হোসেন দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের নিয়ে সরকারের বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করে আসছেন। বিষয়টি পুলিশের নজরে এলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ জানায়, ঘটনার সাথে আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com