হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিমকে নৌকা প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে জরুরী সভা করেছে জেলা শ্রমিক লীগ। গতকাল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। জেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আরব আলী এতে সভাপতিত্ব করেন এবং পরিচালনায় ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী।
প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে শ্রমিক লীগের সর্বস্তরের নেতাকর্মীকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সভায় উপস্থিত শ্রমিক লীগ নেতৃবৃন্দ আতাউর রহমান সেলিমের বিজয় নিশ্চিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সহ সভাপতি আব্দুল মতিন, হাবিবুর রহমান টেনু, আব্দুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক নওশের আলী, সাংগঠনিক সম্পাদক রেবা চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল মন্নাফ, সহ প্রচার সম্পাদক মাজেদ হোসেন, অর্থ সম্পাদক মোঃ আনোয়ার জাহিদ, দর কষাকষি সম্পাদক মোঃ আব্দুল কবির, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও শ্রমিক নেতা শাহ জয়নাল আবেদীন রাসেল, জেলা শ্রমিক লীগের সহ দর কষাকষি সম্পাদক রহমত উল্লাহ লিটন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোঃ আইয়ুব আলী, সদস্য প্রণয় সাহা, অধীর চক্রবর্তী, আবু তাহের তুহিন, জিলু মিয়া প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়া, বানিয়াচং উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহমুদ বিশ্বাস, যুগ্ম আহবায়ক রুবেল মিয়া ও আজমল মিয়া, হবিগঞ্জ পৌর শ্রমিক লীগ সভাপতি ফজলু মিয়া, সহ সভাপতি রথীন্দ্র দেব ও নাসির মিয়া, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল, শায়েস্তাগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com