স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে করোনা টিকাদান কর্মসূচি। রবিবার সকাল ১১টায় হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে প্রধান অতিথি হিসাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির।
এরপর হাসপাতালের ৮টি বুথে শুরু হয় টিকাদান কার্যক্রম। প্রথমে টিকা গ্রহণ করেন এমপি আবু জাহির। এরপর টিকা নেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
টিকা গ্রহণের অনূভুতি প্রকাশ করে এমপি আবু জাহির ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সবাইকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে নিজেরা টিকা নিয়েছি। এ ব্যাপারে গুজবে কান নে দেয়ারও আহবান জানান তাঁরা। টিকা গ্রহণের পর কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলেও জানান তাঁরা।
এদিকে উদ্বোধনের পরই টিকা নিতে আসেন ৮০ বছরের প্রবীণ ব্যক্তিত্ব সরকারী কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক নিখিল রঞ্জন ভট্টাচার্য্য। তিনি টিকা নিতে পেরে আনন্দিত। সবাইকে টিকা গ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, আমি টিকা গ্রহণ করেছি। কিন্তু কোন সমস্যা হয়নি।
হাসপাতালের টিকাদান বুথে উদ্বোধনের সময় কিছুটা ভিড় পরিলক্ষিত হলেও সময় বাড়ার সাথে সাথে তা কমে যায়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com