আওয়ামী লীগ নেতা সবুর মিয়াকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক উপ-কমিটির সম্মানিত সদস্য মনোনীত হওয়ায় ফুলের নৌকা দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ১৩নং মন্দরী ইউনিয়নের টুপিয়াজুরী, কাউরিয়াকান্দি, আগুয়া, শ্রীরামপুর গ্রামবাসী। গত শনিবার রাতে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোঃ সবুর মিয়ার নেতৃত্বে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ৪ গ্রামবাসী আসন্ন ইউপি নির্বাচনে সবুর মিয়াকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার জন্য এমপি’র কাছে জোর দাবি জানান। এ সময় বানিয়াচং উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, টুপিয়াজুরী গ্রামের বিশিষ্ট মুরুব্বী সাবেক মেম্বার শামছুল হক, মীর ফুল মিয়া, কাউরিয়াকান্দি গ্রামের বাসিন্দা বাংলাদেশ বাস্তুহারা লীগ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ ফজল মিয়া, আওয়ামীলীগ নেতা হান্নান চৌধুরী, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মাসুক রানা, আব্দুস সালাম মেম্বার, ইউপি সদস্য আহম্মদ আলী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া, আয়াত আলী, আব্দুল করিম, মীর মাসুম, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মীর আল-আমিন, মনির মিয়া, সোহেল মিয়া, মোঃ আকিত মিয়া, তৈয়ব আলী, হারুন মিয়া, আব্দুল মজিদ, কানাই পাল, নীরাঞ্জন পাল, মোঃ মামুন, মোঃ মোশাহিদ, নিকেশ পাল, শংকর পাল, আফজল মিয়া, মোঃ আব্দুল করিম, মাসুম, মোঃ সুমন, আব্দুল হাকিম, মিলনসহ এলাকার ৩ শতাধিক লোক উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com