স্টাফ রিপোর্টার ॥ জেলা পুলিশের পক্ষ থেকে গরীব ও দুঃস্থ এবং অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যার নির্দেশে শনিবার হবিগঞ্জ শহরের ৩ ও ৬নং ওয়ার্ডে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলামসহ সদর থানার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় লোকজন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ সুপারের নির্দেশে ইতোমধ্যে বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আরও শীতবস্ত্র বিতরণ করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com