নিজস্ব প্রতিনিধি ॥ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করতে হবে। ৭ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নিবন্ধন করা যাবে। ১৬ ফেব্রুয়ারি রাত ৯টা থেকে ৯টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় কেবলমাত্র শায়েস্তাগঞ্জ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। দুই গ্রুপে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ও ‘খ’ গ্রুপে একাদশ থেকে ¯œাতক পর্যন্ত শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। পরীক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও ভাষা আন্দোলনভিত্তিক সাহিত্য-সংস্কৃতি বিষয়ে প্রশ্ন করা হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com