ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কখনও পরাজিত হয়নি ॥ এমপি আবু জাহির
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আতাউর রহমান সেলিমের সমর্থনে জেলা ছাত্রলীগের জরুরী সভা হয়েছে। গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি। এতে সভাপতিত্ব করেছেন ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহী।
বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শহীদ উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আবুল ফজল, জাকির হোসেন চৌধুরী অসীম, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, মশিউর রহমান শামীম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম প্রমুখ।
সভায় এমপি আবু জাহির বলেন, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কখনও পরাজিত হয়নি। তবে সংগঠনে আদর্শ পরিপন্থী কর্মীদের বিশ্বাস ঘাতকতার কারণে অনেক জায়গায় নৌকার প্রার্থীকে বিপাকে পড়তে হয়। হবিগঞ্জ পৌরসভায় যেন এমনটা না হয় সেজন্য তিনি ছাত্রলীগের সকল নেতাকর্মীকে সজাগ থেকে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার নির্দেশনা দেন।
সংসদ সদস্য মজিদ খান বলেন, জেলা সদরের পৌরসভায় নৌকার বিজয় চাই। এর বিকল্প নেই। মানুষ নৌকার প্রতি আন্তরিক। তবে নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে যেতে হবে। তবেই নৌকার গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না।