আজ আমাদের সন্তান এসএম সাইফ আলী আবির এর শুভ জন্মদিন।
বাবা তুমি প্রাচুর্য্যরে মধ্যে বড় হচ্ছ না। বড় হচ্ছ এক সাধারণ পরিবারে। অসাধারণ কিছু করে সমাজে তুমি প্রতিষ্ঠিত হও তা আমরা চাইবো না। তবে আমরা চাই, প্রকৃত শিক্ষা গ্রহন করে তুমি একজন ভালো মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হও। আজকের এই দিনে তোমার কাছে এই আমাদের চাওয়া।
শুভ কামনায়-তোমার মা ও বাবা
এসএম সুরুজ আলী
সাহারা আক্তার (সারা)
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com