নুর উদ্দিন সুমন ॥ হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে দুই পেশাদার দুই চোরকে গ্রেফতার করা হয়ছে। ৩ ফেব্রুয়ারি রাতে হবিগঞ্জ সদর থানার ওসি মো: মাসুক আলীর নেতৃত্বে এসআই সাহিদ ও এএসআই নজরুলসহ একদল পুলিশ পৌর শহরে অভিযান চালিয়ে তালিকাভুক্ত পেশাদার চোরদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো মোহনপুর এলাকার হাবিবুর রহামানের ছেলে আশিক মিয়া (২০) ও আছকির মিয়ার ছেলে সিজিল হক ফয়সল (২৩)।
হবিগঞ্জ মডেল থানার ওসি মো: মাসুক আলী জানান, তারা বিভিন্ন চুরির সাথে জড়িত। তাদের নামে সদর থানায় ৩টি চুরির মামলায় গ্রেফতারী পরোয়ানা ছিল। তারা তাদের সহযোগী চোরদের গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের দেয়া তথ্য মতে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। আটককৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়ছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com