স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর এলাকায় এন.এম ফজলে রাব্বী রাসেলের মালিকানাধীন রাসেল মার্কেটে সৈয়দ ফুরকান আলীর নেতৃত্বে একদল দুর্বত্ত হামলা, ভাংচুর লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সৈয়দ ফুরকান আলী শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের ছমির আলীর ছেলে।
অভিযোগে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এন.এম ফজলে রাব্বী রাসেলের মালিকানাধীন রাসেল মার্কেটে সৈয়দ ফুরকান আলী ও তার দলবল হামলা চালায়। এসময় তারা দোকানের দামী আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। অভিযোগ রয়েছে সুরাবই গ্রামের ফুরকান আলী অলিপুরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপসহ নানা অপকর্ম করে আসছে। বেশ কয়েকবার পুলিশ অভিযান চালিয়ে ফুরকান আলীসহ যুবতীদের আটক করে। সৈয়দ ফুরকান আলীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না। এসব অপকর্মের বিরুদ্ধে কথা বলায় ফুরকান আলী এন.এম ফজলে রাব্বীর মার্কেটে হামলা চালায় এবং ভাংচুরসহ লুটপাট করে। মার্কেটের মালিক এন.এম ফজলে রাব্বী জানান, ফুরকান আলী অলিপুরে ত্রাসের রাজত্ব শুরু করেছে।
এদিকে হামলার ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এসআই সিদ্দিক আলীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com