স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের জরুরী সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর বাসভবনে অনুষ্ঠিত সভায়। সভায় সভাপতির বক্তৃতায় এমপি আবু জাহির নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি নানা নির্দেশনা দেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখনে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, কানাডা আওয়ামী লীগের সভাপতি সারোয়ার হোসেন, আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, মোঃ আরব আলী, শেখ সামছুল হক, অ্যাডভোকেট আবুল ফজল, ডাঃ অসিত রঞ্জন দাশ, মোঃ সজীব আলী, অ্যাডভোকেট মনোয়ার আলী, অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, মুকুল আচার্য্য, জাকির হোসেন চৌধুরী অসীম, মশিউর রহমান শামীম, অ্যাডভোকেট আফীল উদ্দিন, অ্যাডভোকেট হুমায়ুন কবীর সৈকত, নূর উদ্দিন চৌধুরী বুলবুল, অ্যাডভোকেট সুলতান মাহমুদ, অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, ক্ষিতীশ গোপ, তজম্মুল হক চৌধুরী, নাজমুল হাসান, অ্যাডভোকেট সৈয়দ আফজাল আলী দুদু, অ্যাডভোকেট প্রবাল মোদক, অ্যাডভোকেট তুষার কান্তি মোদক, স্বপন লাল বণিক, হুমায়ুন কবীর রেজা, অ্যাডভোকেট রুকন উদ্দিন তালুকদার, মোস্তফা কামাল আজাদ রাসেল, অ্যাডভোকেট সুবীর রায়, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হাবিবুর রহমান খান, আজিজুর রহমান খান সজল, আবু সালেহ শিবলী, জিতু মিয়া চৌধুরী প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com