স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামী সোহেল মিয়াকে (২৭) হবিগঞ্জ শহরে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে এএসআই বিধান রায়সহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ পৌর বাসস্ট্যান্ড এলাকা থেকে সোহেলকে গ্রেফতার করে। পুলিশ জানায়, তারা বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানার মূলতবীকৃত গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে ৬ মাসের সশ্রম কারাদন্ডের সাজাপ্রাপ্ত আসামী। সে শায়েস্তাগঞ্জ শহরের দাউদনগর এলাকার রুবেল মিয়ার ছেলে। গতকালই আসামী সোহেল মিয়াকে পুলিশী প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com