আঞ্জুমান মুফিদুল ইসলাম হবিগঞ্জ জেলা শাখা এক বেওয়ারিশ পুরুষের লাশ দাফন করেছে। গতকাল রবিবার দুপুরে জানাজা নামাজ শেষে মরদেহ রাজনগর কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন সাবেক পৌর কমিশনার আব্দুল মোতালিব মমরাজ, সামাদ মিয়া, সাইদ খান, ফজলুল করিম, নজরুল ইসলাম ও পুলিশ সদস্য। জানাজার নামাজে ইমামতি করেন ক্বারী সুরুজ মিয়া।
প্রসঙ্গত, শনিবার বানিয়াচং থানা পুলিশ ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে। পরে ময়না তদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মুফিদুল ইসলামকে হস্তান্তর করে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com