স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের মতো হবিগঞ্জ পৌরসভায়ও শুরু হয়েছে ৬ সপ্তাহব্যাপী হাম-রুবেলা ক্যাম্পেইন। শনিবার হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় ওই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। উমেদনগরের খাঁ হাটির মঈনউদ্দিন খানের বাড়িতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে মেয়র মোঃ মিজানুর রহমান বলেন হাম-রুবেলা ক্যাম্পেইন একটি জাতীয় কর্মসূচি। হবিগঞ্জ পৌরসভায় এ কর্মসূচিকে সফল করে তুলতে পৌর এলাকার সকল অভিভাবককে এগিয়ে আসার আহবান জানান তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইম্মোনাইজেশন এন্ড সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার ডাঃ ফাহিম আহমেদ চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস, স্থানীয় সামজসেবী জালাল খান প্রমুখ। হবিগঞ্জ পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর অবনী কুমার দাস বলেন, হাম-রুবেলা ক্যাম্পেইন হবিগঞ্জ পৌরসভার ৩৯টি কেন্দ্রে পরিচালিত হবে। পুরো ক্যাম্পেইন চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। এ কর্মসূচিতে ৯ মাস হতে ১০ বছরের কম বয়সী শিশুদেরকে হাম-রুবেলার জন্য এমআর টিকা দেয়া হবে। হবিগঞ্জ পৌরসভার ৩৯টি কেন্দ্রর নাম, তারিখ ও সময় সম্বলিত কর্মসূচির তালিকা ইতিমধ্যে পত্র পত্রিকায় প্রকাশ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com