বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের বালিখাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আরিফ বিল্লাহ’র সভাপতিত্বে এবং কাজী আমিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে এমএ বারিককে সভাপতি, কাজী শাহজাহানকে সাধারণ সম্পাদক, কাজী আমিনকে সাংগঠনিক সম্পাদক ও প্রমেশ চন্দ্র দাশ নিহারকে কোষাধ্যক্ষ মনোনীত করা হয়। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সিনিয়র সহ-সভাপতি শেখ তারেক উদ্দিন সুমন, সহ-সভাপতি যথাক্রমে- গিয়াছ উদ্দিন মিয়া, আব্দুস সাত্তার, কালাম মিয়া, সেলিম মিয়া, বাছিত খান, আলী হায়দর, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক মিয়া মেম্বার, আব্দুল হেকিম, মর্তুজ আলী, সাংগঠনিক সম্পাদক জবর উদ্দিন, ডাঃ শৈলেশ দাশ, সহ-কোষাধ্যক্ষ ওমর আলী, ধর্ম বিষয়ক সম্পাদক শহিদ মিয়া, দপ্তর সম্পাদক স্বপন মিয়া, উপ-দপ্তর সম্পাদক মধু দাস, সাংস্কৃতিক সম্পাদক অরুন কান্তি দাস, প্রচার সম্পাদক ফয়সল মিয়া, সহ-প্রচার রুহুল মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ হিমাশু দাস, আইন বিষয়ক সম্পাদক অপূর্ব দাস। কমিটির উপদেষ্টারা হলেন- বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ শংকর পাল, আব্দুর রহিম, আব্দুল কাইয়ূম জলি, আক্তার মিয়া, মাওলানা আরিফ বিল্লাহ, অ্যাডভোকেট আব্দুল জলিল, অ্যাডভোকেট আব্দুল মোতালিব, প্রানেশ দাশ, ময়না মিয়া ও মুছা মিয়া। এদিকে বালিখাল বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দ তাদের নতুন দায়িত্ব দেয়ায় বাজারের ব্যবসায়ীসহ সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং অভিনন্দন জানান। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com