নিজস্ব প্রতিনিধি ॥ ‘আমার মাটি আমার মা-কেড়ে নিতে দিব না’ এই শ্লোগানকে সামনে রেখে আন্দোলনের ৫ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার দুপুরে বেগমখান চা বাগানে ভূমি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের সকল চা শ্রমিকদের ভূমি অধিকার বাস্তবায়ন ও চান্দপুর- বেগমখান চা বাগান শ্রমিকদের কৃষি জমিতে ইকোনমিক জোন প্রত্যাহার করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে চা শ্রমিকরা।
চা শ্রমিক নেতা স্বপন সাওতালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কে›ন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিপেন পাল। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বাসদের সমন্বয়কারী অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াসিন খা প্রমূখ।
সমাবেশে বক্তারা চুনারুঘাটের চা শ্রমিকদের কৃষি জমিতে স্পেশাল ইকোনমিক জোন স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় চা শ্রমিকরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে ঘোষণা দেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com