ব্যবসায়ী আব্দুর রশিদ হত্যার ঘটনায় উমেদনগর পূর্ব এলাকা টমটম মালিক সমিতির শোকসভা
স্টাফ রিপোর্টার ॥ ইজিবাইক (টমটম) স্ট্যান্ড দখলেেক কেন্দ্র করে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় নিহত শহরের বিশিষ্ট ফার্নিচার ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ স্মরণে শোকসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ এলাকায় উমেদনগর পূর্ব এলাকা টমটম মালিক সমিতির উদ্যোগে এ শোকসভা অনুষ্ঠিত হয়। আমির আলীর সভাপতিত্বে এবং আবুল কাশেম রুবেলের পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই শেখ আব্দুল হান্নান, শেখ মখলিছ মিয়া, চাচাত ভাই শাহেদ মিয়া মাস্টার, আব্দুল মালেক, মীর আলম কাউছার, আশরাফুল আলম সবুজ, তাজুল ইসলাম, বকুল মিয়া, আলী হায়দর, ফুল মিয়া, তৈয়ব আলী খান, কাউছার মিয়া, আলাই চৌধুরী, আবুল কাশেম রুবেল, কিতাব আলী প্রমূখ।
শোক সভায় বক্তারা ব্যবসায়ী আব্দুর রশিদ হত্যা মামলার প্রধান আসামী লুৎফুর রহমান নানু, মোক্তার হোসেনসহ অন্যান্য আসামীদের অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দ্রুত বিচারের দাবি জানান। অন্যথায় সর্বস্তরের ব্যবসায়ীরা বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করবেন।
সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিলে দোয়া করেন হবিগঞ্জ চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি এমএ মজিদ পিরিজপুরী।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দুপুরে শহরের নতুন খোয়াই মুখ এলাকায় টমটম স্ট্যান্ড দখল করাকে কেন্দ্র করে উমেদনগরের পূর্ব এলাকার শেখ আব্দুল মতিন গংদের সাথে আলগাবাড়ির মুক্তার হোসেন গংদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আব্দুল মতিনের ভাই ব্যবসায়ী শেখ আব্দুর রশিদ নিহত হন। এ ঘটনায় ৩৬ জনকে আসামী করে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ছোট ভাই শেখ মখলিছ মিয়া।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com