আলাউদ্দিন আল রনি, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা ও তেলিয়াপাড়া চা-শ্রমিকদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এই শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুল ইসলাম, ইউপি সদস্য আবুল খায়েরসহ পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে দুই চা বাগানে ৮ শত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com