সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ২নং মোড়াকরি ইউনিয়নের মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন লাখাই উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং। গতকাল বৃহস্পতিবার উপজেলার মোড়াকরি হাফিজিয়া মাদ্রাসা, লক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসা ও ফুলবাড়িয়া মুজিবিয়া ইসলামীয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন লাখাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াছিন আরাফাত রানা, ২নং মোড়াকরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল, মোড়াকরি হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী তৌহিদ তালুকদার, মাদ্রাসার শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।