স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার রাত্র ৮টায় যশেরআব্দা পঞ্চায়েত কমিটির উদ্যোগে নাগরিক সমাজের মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব শামছুল হুদার সমর্থনে যশেরআব্দা পঞ্চায়েত সর্দার আলহাজ্ব শফিক উদ্দিন এর বাড়িতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পঞ্চায়েত সভাপতি অ্যাডভোকেট আফিল উদ্দিন জিপির সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদ এর পরিচালনায় নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব শফিক উদ্দিন সর্দার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মহিব উদ্দিন আহমদ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী মাখন পাল সর্দার, মহিউদ্দিন হারুন সর্দার, মকসুদ মিয়া সর্দার, আব্দুল কাইয়ুম মেম্বার, আব্দুল কাইয়ুম সর্দার, ইউনুস মিয়া, জিলু মিয়া মেম্বার, শামসুল হক, আলকাছ মিয়া প্রমুখ।
বক্তাগণ বলেন, আসন্ন পৌর নির্বাচনে ব্যকস এর বারবার নির্বাচিত সভাপতি আলহাজ্ব শামসুল হুদার মতো সৎ যোগ্য দক্ষ ও পরিশ্রমী মানুষকে পৌরবাসীর কল্যাণে নির্বাচিত করা প্রয়োজন। উনার মতো লোক নির্বাচিত হলে মানুষের ন্যায্য অধিকার সঠিকভাবে পাবে। হবিগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী আলহাজ্ব শামসুল হুদা তাঁর বক্তব্যে বলেন, আমি ব্যবসায়ীদের অধিকার আদায়ে অতীতে পরিশ্রম করেছি। পৌর নাগরিকদের যে কোন সমস্যা সমাধানে উপস্থিত হয়ে অগ্রণী ভূমিকা পালন করেছি। আপনারা যদি দয়া করে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি ওয়াদা দিচ্ছি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, স্বজনপ্রীতি, ইভটিজিং ও চাঁদাবাজি মুক্ত আধুনিক ও আদর্শ পৌরসভা আপনাদের উপহার দিবো। তিনি পৌরবাসীর ভোট দোয়া আশীর্বাদ ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com