স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের কালীগাছতলা এলাকায় রাস্তার পাশে গাঁজা সেবনের অপরাধে দুই শ্রমিককে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা অর্থদন্ড এবং চুনারুঘাটে ৬ গাঁজাসেবীকে ৬ মাসের বিনাশ্রম দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যবৃন্দ।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের রাজাখপুর এলাকার ৬ জন পুরুষ ও একজন বৃদ্ধা গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে ধরা পড়েন। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় উক্ত স্থানে প্রায়ই মাদক সেবনের আসর বসে। উক্ত আসরে ধৃত প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা অর্থদন্ড করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com