স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় ধাপে আগামী ১৬ জানুয়ারি হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই ২২ ডিসেম্বর। আর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। গতকাল বুধবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর এই তফসিল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব বলেন, ২৯টি পৌরসভায় ইভিএমের মাধ্যমে এবং ৩২টি পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
দ্বিতীয় ধাপে হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভাসহ অন্য যে সকল পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর পৌরসভা, মৌলভীবাজার জেলার কুলাউড়া ও কমলগঞ্জ পৌরসভা।
বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ২৮ ডিসেম্বর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জসহ দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com