নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ভরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ।
শুক্রবার বিকেলে তিনি নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আবুল কালামের সভাপতিত্বে ও যুবলীগ নেতা অনুু আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজল আহমদ, ইউপি সদস্য আলী নেওয়াজ, ইউপি সদস্য মোহিত মিয়া, মনসুর আলম, সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগমসহ আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com