স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফী এলাকায় দুই শতাধিক অসহায় দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে হবিগঞ্জ পৌরসভার উদ্যোগে রামচরণ প্রাইমারী স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ সংসদের উপদেষ্টা ফয়সল চৌধুরী, সরওয়ার হোসেন, উত্তরণ সংসদের সভাপতি আহমেদ কবির আজাদ, অ্যাডভোকেট নির্মল ভট্টাচার্য্য রিংকু, বাদল রায়, আহসানুল হক সুজা, রাসেল চৌধুরী, সুমন রায় প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com