এফ আর হারিছ, বাহুবল থেকে ॥ বাহুবলে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরের আসবাবপত্রসহ মালামাল পুড়ে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ৩টার দিকে পুটিজুরী ইউনিয়নের শেওড়াতুলী গ্রামে।
সূত্র জানায়, ওই গ্রামের মৃত রাজা মিয়ার পুত্র দুবাই প্রবাসি আওলাদ মিয়া সম্প্রতি দেশে ফিরে আসেন। ওইদিন তিনি বসতঘর তালাবদ্ধ করে স্ত্রী-সন্তুানদের নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যান। রাত ৩টার দিকে গ্রামের লোকজন তার বসতঘরে অগ্নিশিখা দেখতে পেয়ে শোর চিৎকার করলে সবাই একত্রিত হয়ে আগুন নিভানোর চেষ্টা করেন, কিন্তু আউলাদ মিয়ার পাঁকা ঘরটি তালাবদ্ধ থাকায় গ্রামের লোকজন কোনো মালামাল উদ্ধার করতে পারেননি। শুধুমাত্র বারান্দায় থাকা ৬টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছেন। খবর পেয়ে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের লোকজন আসে, কিন্তু গ্রামের ভিতরে যাতায়াত ব্যবস্থা খারাপ থাকায় ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়, এর মধ্যে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বাহুবল উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, বাহুবল থানা পুলিশ ও পুটিজুরী ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com