জব্দ করা বালু নিলামে বিক্রি করা হবে
স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল রাত ৮টায় বাহুবল উপজেলার আব্দানারায়ণ, পুটিজুরিতে বালুবিরোধী অভিযান পরিচালনা করেন ইউএনও ¯িœগ্ধা তালুকদার। অভিযানকালে প্রায় ৮ ঘনফুট বালু জব্দ করা হয়। এ সময় একই এলাকায় কিছু দূরে একটি এক্সকেভেটর মাটি ও বালু উত্তোলনরত জমিতে পাওয়া যাওয়ায় সেটিও জব্দ করা হয়। এক্সকেভেটরটি স্থানীয় ইউপি মেম্বার ও পার্শ্ববর্তী বাড়ির মালিকের যৌথ জিম্মায় দেয়া হয়। ঘটনাস্থলে কোন অপরাধী পাওয়া যায়নি। আজ মঙ্গলবার সার্ভেয়ারকে নিলামের উদ্দেশ্যে বালু পরিমাপ করতে বলা হয়েছে।
ইউএনও জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com