স্টাফ রিপোর্টার ॥ দশ দিনের সরকারি সফরে চীন ও ভিয়েতনাম গেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং বিদ্যুত-জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। গত রবিবার দিবাগত রাত ১টায় সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। এমপি আবু জাহিরের সাথে রয়েছেন তার স্ত্রী আলেয়া আক্তার।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ করতে ইচ্ছুক চীন এবং ভিয়েতনামের ঠিকাদারী প্রতিষ্ঠান। এই প্রকল্প বাস্তবায়নে তাদের স্বক্ষমতা কতটুকু তা যাচাইয়ের জন্যই এমপি আবু জাহিরসহ ৭ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের এই সফর।
দশদিনের সফরে চীনের থিয়েনম্যান স্কয়ার, সাংজিয়াজু, গোয়াংজু টাওয়ার, পার্ল রিভার, ওয়াংজু রিভার, ওরিয়েন্টাল পার্ল রেডিও ও টিভি টাওয়ার, ইউগার্ডেন, সামার প্যালেস ও ভিয়েতনামের বিখ্যাত পর্যটন এলাকা হালং বেসহ বিভিন্ন এলাকায় সড়ক, মহাসড়কসহ ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের বাস্তবায়িত বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শন করবেন তারা।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন এমপি, সংসদ সদস্যের সহধর্মিনী শামীমা আক্তার, অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন, প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, সহকারী প্রকল্প পরিচালক শাহাবুদ্দিন খান, যুগ্ম সচিব এস এম লাবলুর রহমান, ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহীন হোসাইন ও আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মুনীর হোসেন।
দুই দেশে বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে ফেরার পথে সিঙ্গাপুরে দুইদিন অবস্থান করবেন এবং মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা হবে। এমপি আবু জাহির সকলের দোয়া কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com