স্টাফ রিপোর্টার ॥ আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখায় গ্রাহক ও শুভাকাক্সক্ষীদের নিয়ে আয়োজন করেছে কাস্টমার নাইট অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় হবিগঞ্জ শহরের শংকর সিটির রমা কনভেনশন হলে এই কাস্টমার নাইট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম। ব্যাংক কর্মকর্তা মোঃ আকবর হোসেন মুন্না ও মোঃ ওসমান গনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, শংকর সিটির স্বত্ত্বাধিকারী শিল্পপতি শংকর পাল, হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মোঃ ফজলুর রহমান চৌধুরী, হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহিন, হবিগঞ্জ রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী বেদাময়ানন্দজি, হবিগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নূরুল আমিন ওসমান, লাখাই সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল ও জিএলডিপি’র চেয়ারম্যান মোঃ জাবেদ আলী, দৈনিক মাতৃভূমির খবর হবিগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, দৈনিক আলোর জগত প্রতিনিধি মোঃ নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, ব্যাংকার, গ্রাহকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত শিল্পী আলভি সরকার, হবিগঞ্জের পিন্টু দেব, জামাল উদ্দিন শিপন ও রাসেল আহমেদ। পরে নৈশভোজে সবাইকে আপ্যায়ন করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com