স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে এক ব্যবসা প্রতিষ্ঠানে ফিল্মি স্টাইলে ছিনতাই’র ঘটনা ঘটেছে। এ সময় এক ছিনতাইকারীকে আটক করে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে।
সূত্র জানায়, ওই এলাকার মহিবুর স্টোরে মোটরসাইকেল যোগে শহরতলীর ভাদৈ গ্রামের আব্দুর নুরের পুত্র ও গোপায়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তার হোসেনের চাচাত ভাই কবির মিয়া (২২) ও একই এলাকার ঝাড়– মিয়ার পুত্র কায়েছ মিয়া (২৫) দোকানে এসে মালিক সাজিদ মিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রয়ার থেকে নগদ ৬৭ হাজার টাকা নিয়ে মোটর সাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া করে কায়েছকে আটক করলেও কবির পালিয়ে যায়। তবে এখনো ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি বলে জানান দোকানের মালিক।
হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, একজন থানায় আটক আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যজনকে আটক করতে অভিযান চলছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com