বাংলাদেশের রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা এম মোখলেসুর রহমান চৌধুরী দেশের প্রখ্যাত আলেম জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন।
সাবেক মন্ত্রী মোখলেস চৌধুরী এক শোক বার্তায় ইসলাম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার তাফাজ্জুল হক হবিগঞ্জীর অসামান্য অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী ছিলেন দেশপ্রেমিক ও উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ।
সাবেক মন্ত্রী মোখলেস চৌধুরী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, মহান আল্লাহপাক মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com