স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সড়ক অবরোধ করে ট্রাক্টর মালিক-শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। রবিবার সকাল ১০টায় পৌর শহরের দক্ষিণ বাজার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় তিন ঘন্টা রাস্তা বন্ধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় সড়কের উভয় পাশে ২ শতাধিক যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা ইউএনও’র বিরুদ্ধে নানা শ্লোগান দেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সত্যজিত রায় দাশ যোগদানের পর থেকে ট্রাক্টর শ্রমিকরা চরম হয়রানীর শিকার হচ্ছেন। বিক্ষোভে অংশগ্রহণকারী শ্রমিকরা ‘ভাত দে কাপড় দে-নাইলে গাড়ি ছাইড়া দে’ শ্লোগান দিয়ে মিছিল করে। বিক্ষোভে অংশগ্রহণ করেন- উপজেলা শ্রমিক সভাপতি লুৎফুর রহমান লুতু, সাহিদুজ্জামান শাহিন, সফর আলী, লিটু, ফারুক। এদিকে খবর পেয়ে শ্রমিকদের অবরোধে উপস্থিত হয়ে ওসি শেখ নাজমুল হক বলেন, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনাদেরকে আইন মানতে হবে। আপনাদের দাবিগুলো উপজেলা চেয়ারম্যান ও ইউএনওর সাথে কথা বলে সমাধানের চেষ্টা করবো। তিনি শ্রমিকদের অবরোধ তুলে নিতে অনুরোধ করেন। পরে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্তনামুলক বক্তব্য রাখেন এবং ইউএনওর সাথে আলোচনা করে তাদের দাবি মেনে নেয়া হবে বলে আশ্বস্ত করলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এনিয়ে আজ সোমবার বসার কথা রয়েছে। এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই শ্রমিকদের অবরোধে শহরের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে করে ভোগান্তিতে পড়েন যাত্রীসহ সাধারণ মানুষ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com