স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম পিপিএম এর ব্যক্তিগত উদ্যোগে হবিগঞ্জ সদর উপজেলার গ্রাম পুলিশ ও নাইটগার্ডদের মধ্যে শীতবস্ত্র ও মোবাইল কার্ড বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১০টায় হবিগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে হবিগঞ্জ শহর ও গ্রামের ২ শতাধিক গ্রামপুলিশ ও নাইটগার্ডদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রবিউল ইসলাম, সদর থানার ওসি মোঃ মাসুক আলী, ওসি তদন্ত জিয়াউর রহমান, ওসি অপারেশন দৌস মোহাম্মদ, এসআই আব্দুর রহিম, জহির আলী, সাইদুর রহমান, সাহিদ মিয়া প্রমূখ। পুলিশ সুপার বলেন- শীত মৌসুমে চুরি ডাকাতি বৃদ্ধি পায়। সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে। যাতে জনগণ নিশ্চিন্তে বসবাস করতে পারে। শীতবস্ত্র পেয়ে গ্রামপুলিশ ও নাইটগার্ডরা পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com