স্টাফ রিপোর্টার ॥ সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন সেশনের ২০ শিক্ষার্থী। আগামী ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়টির তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতি ও সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি শাবিপ্রবির চ্যান্সেলর মো. আবদুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করবেন পদকপ্রাপ্তরা। ২০ জনের মধ্যে হবিগঞ্জের কৃতি সন্তান ড. জহিরুল হক শাকিলও রয়েছেন। শাবিপ্রবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। রাষ্ট্রপতি স্বর্ণপদকজয়ীরা শিক্ষাজীবনে অসামান্য অবদানের জন্য এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, রাষ্ট্রপতি স্বর্ণপদক বিজয়ীদের অভিনন্দন জানাই। ৮ জানুয়ারি সমাবর্তনে রাষ্ট্রপতি বিজয়ীদেরকে স্বর্ণপদক প্রদান করবেন। তিনি বলেন, আমরা সব ধরনের নির্দেশনা খুব দ্রুতই সমাবর্তনে অংশ নেয়াদের জানিয়ে দিবো।
স্নাতক পর্যায়ের স্বর্ণপদকজয়ীরা হলেন (৯৯ তম একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত অনুযায়ী) ১৯৯৩-৯৪ সেশনের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মস্তাবুর রহমান, ১৯৯৫-৯৬ সেশনের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জহিরুল হক, ১৯৯৬-৯৭ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী নুর উদ্দিন আহমেদ, ১৯৯৭-৯৮ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী আবদুল্লা আল মামুন, একই সেশনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার ইবনে বাসিত।
এছাড়া ২০০১-০২ সেশনের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. রুহুল আমিন, ২০০২-০৩ সেশনের একই বিভাগের শিক্ষার্থী সাদিয়া সুলতানা, ২০০৩-০৪ সেশনের একই বিভাগের শিক্ষার্থী মো. আখতার হোসাইন, ২০০৫-০৬ সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী সিমরিকা থাপা, ২০০৬-০৭ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অমিত রায় ও ২০০৮-০৯ সেশনের গণিত বিভাগের শিক্ষার্থী বিলাল উদ্দিন।
স্নাতকোত্তর এ স্বর্ণপদক বিজয়ীরা হলেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০২-০৩ সেশনের শিক্ষার্থী সৈয়দ মো. খালেদ রহমান, ২০০৩-০৪ সেশনের রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. সাইফুর রহমান, ২০০৪-০৫ সেশনের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুবর্ণা সরকার রুপা, ২০০৫-০৬ সেশনের ফরেস্ট্রি এন্ড ইনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী মো. আবদুল হালিম, ২০০৬-০৭ সেশনের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অনক সমাদ্দার, একই বিভাগের ২০০৭-০৮ সেশনের শিক্ষার্থী মো. তফাজ্জল হোসেন ভূঁইয়া, ২০০৮-০৯ সেশনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষার্থী মো. জাবেদ ফয়সাল, একই বিভাগের ২০০৯-১০ সেশনের শিক্ষার্থী মো. হযরত আলী ও ২০১০-১১ সেশনের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী অমিত রায়।