স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় নুরজাহান (৩৫) নামে এক নারীকে দেড় কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী। পুলিশ জানায় সকালে ওই নারী শরীরে দেড় কেজি গাঁজা ফিটিং করে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রাম থেকে মাধবপুর বাসস্ট্যান্ডে নিয়ে আসে।
গোপন সুত্রে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক (এস.আই) কামাল হোসেন একদল নারী পুলিশ নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করেন। পরে তার শরীর তল্লাশী চালিয়ে দেড় কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
থানার পরিদর্শক (তদন্ত) গোলাম দস্তগীর আহামেদ জানান, ওই নারী ১ হাজার টাকার বিনিময়ে গাঁজা পাচারে নেমেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com