নবীগঞ্জ প্রতিনিধি ॥ মাওলানা মিজানুর রহমান আযহারী যাতে নবীগঞ্জে আসতে না পারেন সেজন্য তৌহিদী জনতা নবীগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে ডিসি, এসপি বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
সূত্র জানায়, আগামী ১ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামে হবিগঞ্জ জেলা জামায়াতের সাবেক সেক্রেটারী মাওলানা মুশাহিদ আলীর নেতৃত্বে নাদামপুর যুব সংঘের উদ্যোগে তাফসীর মাহফিল আয়োজন করা হয়। স্থানীয় জনতা মাওলানা মিজানুর রহমান আযহারীকে বিতর্কিত ও ইসলামের অপব্যাখ্যাকারী হিসেবে মন্তব্য করে তাকে নবীগঞ্জে না আসার জন্য লিখিতভাবে দাবি জানিয়েছেন তৌহিদী জনতা। লিখিত অভিযোগে বলা হয়েছে, ওয়াজ মাহফিলের নামে ইসলামের অপব্যাখ্যাকারী স্বাধীনতা বিরোধী বিতর্কিত মাওলানা মিজানুর রহমান আযহারী হযরত মোহাম্মদ (সাঃ), খাদিজাতুল কোবরা (রাঃ), হযরত ওমর (রাঃ), হযরত আলী (রাঃ) সম্পর্কে বিতর্কিত ওয়াজ করেছেন। আগামী ১ জানুয়ারি ওই বিতর্কিত মাওলানা যাতে ওই ওয়াজ মাহফিলে না আসতে পারেন সেজন্য নবীগঞ্জ আলেম সমাজের পক্ষে মাওলানা শাহ আলম, মাওলানা রফি উদ্দিন জালালী, মুফতি মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল বছির, মাওলাা ইয়াকুব আলীসহ মাদ্রাসা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রসহ নবীগঞ্জের সর্বস্তরের জনতা বিক্ষোভ মিছিল সহকারে স্মারকলিপি প্রদান করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com