স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ফুলবাড়িয়া গ্রামে ইউপি মেম্বারের উপর অভিমান করে শাহ আলম (৩০) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। রবিবার দুপুরে শাহ আলম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে ওই গ্রামের মৃত মোক্তার হোসেনের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, মোড়াকড়ি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের ৯নং ওয়ার্ড মেম্বার খসরু মিয়া ও শাহ আলমের মাঝে মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে সে ঘরে রাখা ইদুরের ঔষধ খেয়ে ছটফট করতে থাকে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে দু’পক্ষের মাঝে সমঝোতা না হওয়ায় সদর থানার পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে। সদর থানার ওসি মোঃ মাসুক আলী জানান, ময়না তদন্ত রিপোর্ট পাবার মৃত্যুর কারণ জানা যাবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com